যাদুকরের শাস্তি

ইসলামী শরীয়তে যাদুকরের একমাত্র শাস্তির বিধান হচ্ছে— গর্দান উড়িয়ে দেয়া। এর কোনো মাফ নেই। এবং কোনো বিকল্প‌ও নেই । সকল মাযহাবের সকল ফুকাহা এ ব্যাপারে একমত । হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে সকল বিচারকদের কাছে এ ফরমান জারি করে চিঠি পাঠিয়েছেন ।

হাজারো মানুষ যাদুতে আক্রান্ত হচ্ছে। যাদুর প্রভাবে হাজারো সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। যাদুতে আক্রান্ত হয়ে ধনাঢ্য লোক পাঁচ তলা থেকে গাছ তলায় নেমে যাচ্ছে। বিয়ে বন্ধের যাদুতে আক্রান্ত থাকায় যুগের‌ও অধিক সময় ধরে চেষ্টা করেও অনেক বোনদের বিয়ে হচ্ছে না— এসবের একমাত্র কারণ এই সব যাদুকর ।

হিংসুক ও শত্রুপক্ষ যত‌ই ক্ষতি করতে ইচ্ছে করুক না কেন, যাদুকর সহযোগিতা না করলে তো সে ভিক্টিমকে ক্ষতি করতে পারতো না। যেকারণে যারা যাদুকরের কাছ থেকে যাদুর বস্তু এনে তা প্রয়োগ করার মাধ্যমে মানুষের ক্ষতি করে— অপরাধ ও অবস্থাভেদে তাদের শাস্তির ধরণের ভিন্নতা থাকলেও— যাদুকরের একমাত্র শাস্তি হচ্ছে তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেয়া । যাতে করে সে আর কোনোদিন কোনো মানুষকে আর ক্ষতি করার সুযোগ না পায় ।

বর্তমান যুগে দেখা যায়— সবাই নিজেকে কুরআনের আলোকে সেবা করছে বলে দাবি করছে । যাদুকর হয়ে‌ও পরিচয় লুকিয়ে নিজেকে ওঝা, কবিরাজ, মুদাব্বির ইত্যাদি বলে পরিচয় প্রদান করে । প্রশ্ন হচ্ছে— তাহলে সমাজে যে এত এত যাদুর পেশেন্ট দেখা যাচ্ছে তাদের যাদুকার্যগুলো কে করে দিচ্ছে? কিভাবে তারা যাদুতে আক্রান্ত হচ্ছে!!

ওমর (রা.) এর শাসনামল থাকলে বর্তমান যুগের গায়ে লম্বা জুব্বা পরা, মাথায় টুপি পরা কবিরাজ নামের অনেক যাদুকরের কল্লা শরীরের সাথে থাকতো না। সঠিক তল্লাশি ও তদন্তের মাধ্যমে ইসলামের এ বিধান কার্যকর করা গেলে বেঁচে যেত হাজারো সুখের সংসার । সুস্থ হয়ে যেত যাদুর কারণে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হ‌ওয়া হাজারো রোগী । ধ্বংস হোক সকল যাদুকর ও তাদের দোসররা।

হাদীস শরীফে বর্ণিত হয়েছে— মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন । যাদুতে আক্রান্ত ব্যক্তি নিঃসন্দেহে বড় মাপের একজন মজলুম । সুতরাং তার দোয়াও আল্লাহ অবশ্যই কবুল করবেন—ইনশাআল্লাহ্ ।

অত‌এব, যারা যাদুতে আক্রান্ত আছেন— আপনাদের উচিত প্রতিনিয়ত যাদুকর ও যাদুকার্যে সহযোগিতাকারী জ্বীনের ধ্বংসের জন্য কার্স তথা অভিশাপ করা । ইসলামী বিধান না থাকায় রাষ্ট্রীয়ভাবে যদিও তাদের নির্মূল করা সম্ভব হচ্ছে না, আপনাদের বদদোয়ার বদৌলতে হলেও যেন তারা সমাজ থেকে নির্মূল হয়ে যায় ।

উপরন্ত এই কার্স বা অভিশাপ আপনার চিকিৎসা ও যাদু নষ্টের কাজেও সহায়ক ভূমিকা পালন করবে— ইনশাআল্লাহ্ । কার্স সম্পর্কে জানতে এই লেখাটি পড়তে পারেন । https://muftialamin.com/curse/

error: Content is protected !!