হাসাদের লক্ষণ

নামাজের মধ্যে অতিরিক্ত হাই আসা শয়তানের হাসাদের অন্যতম একটি লক্ষণ । ভুক্তভোগীদের উচিত বেশি বেশি “‘আউযুবিল্লাহি মিনাশ শাইত্ব-নির রজীম” বা এ জাতীয় অর্থবোধক বাক্যের মাধ্যমে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া । নামাজ শুরুর পূর্বে ২১/৭/৩ বা সমস্যার ধরণ অনুযায়ী কমবেশি সংখ্যক বার পড়ে নিবে ।

পাশাপাশি সূরা আ’রাফ এর ২০০ নং আয়াত বা সূরা হা-মীম সাজদাহ এর ৩৬নং আয়াত বেশি তিলাওয়াত করলে আশাকরি এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ্ ।

error: Content is protected !!