যাদেরকে যাকাত দেয়া যাবে এবং যাদেরকে দেয়া যাবেনা

FB IMG 1651428589700 https://muftialamin.com

আত্মীয়-স্বজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাদেরকে যাকাত দেওয়াই উত্তম। ভাই, বোন, ভাতিজা, ভাগনে, চাচা, মামা, ফুফু, খালা এবং অন্যান্য আত্মীয়দেরকে যাকাত দেওয়া যাবে।

তবে নিজ পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, পরদাদা প্রমুখ ব্যক্তিবর্গ যারা তার জন্মের উৎস তাদেরকে নিজের যাকাত দেওয়া জায়েয নয়। এমনিভাবে নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতিন এবং তাদের অধস্তনকে নিজ সম্পদের যাকাত দেওয়া জায়েয নয়। স্বামী এবং স্ত্রী একে অপরকে যাকাত দেওয়া জায়েয নয়।

আত্মীয়দের মধ্যে যাদেরকে যাকাত দেয়া যাবে

আপন অথবা সৎ ভাই/বোন এবং তাদের সন্তান।
চাচা/ফুফু/মামা/খালা এবং তাদের সন্তান ।
সৎ মা/বাবা এবং তাদের সন্তান ।
শশুর/শাশুরি এবং তাদের সন্তান । (নিজ স্ত্রী ব্যতিত)
জামাই/পুত্রবধু ।
স্বামী/স্ত্রীর পূর্বের ঘরের সন্তান ।
উপরোল্লেখিত আত্মীয়গণ যাকাত/ফিতরা গ্রহণের উপযুক্ত হলে তাদেরকে যাকাত/ফিতরা দেয়া যাবে ।

সূত্র : মাসায়েলে যাকাত (মুফতী রফআত কাসেমী) পৃষ্ঠা : 277

আত্মীয়দের মধ্যে যাদেরকে যাকাত দেয়া যাবেনা


পিতা, দাদা, নানা এবং তাদের উর্ধ্বতন পুরুষগণ ।
মাতা, নানী, দাদী এবং তাদের উর্ধ্বতন মহিলাগণ ।
আপন ছেলে/মেয়ে এবং তাদের ঔরসজাত সন্তান ।
নিজ স্বামী/স্ত্রী (বর্তমান)
তালাকপ্রাপ্তা স্ত্রীকে তার ইদ্দত শেষ হওয়ার পূর্বে তালাকদাতা স্বামীর যাকাত/ফিতরা দিলে আদায় হবে না।

উপরোল্লেখিত আত্মীয়গণ যদি যাকাত/ফিতরা গ্রহণের উপযুক্ত হলেও তাদেরকে যাকাত/ফিতরা দিলে আদায় হবে না ।

সূত্র : মাসায়েলে যাকাত (মুফতী রফআত কাসেমী) পৃষ্ঠা : 278

error: Content is protected !!