খুঁটির সাথে হাত-পা বাঁধা চোরকে যতই পিটুনি আর শাস্তি দেয়া হোক সে যেমন ঘর থেকে বেরিয়ে যেতে পারে না । তেমনি যাদুর অদৃশ্য গিঁট দিয়ে রোগীর শরীরে বেঁধে দেয়া জ্বীন-শয়তানকেও যতই আযাবের রুকইয়াহ করা হোক না কেন; শাস্তি পেয়েও সে বের হতে পারে না বা বের হয় না। চোরকে বের করতে হলে আগে যেমন তার বাঁধন খুলতে হবে, তেমনি জ্বীনকে শরীর থেকে বের করতে হলেও আগে তার যাদুর গিঁট বা বাঁধন খুলতে...
Continue reading...যাদুর গিঁট
যাদুর গিঁট
(বলুন!) এবং আমি আপনার কাছে আশ্রয় চাই, যাদুর গিঁটে ফুৎকারকারিণীদের অকল্যাণ থেকে । সূরা ফালাক— ৪। মাসের পর মাস রুকইয়াহ করেও যাদের শরীর থেকে জ্বীন বের হচ্ছে না, পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হয়, বা এমনিতে ব্যথা অনুভব না হলেও ম্যাসেজ করলে কোন কোন জায়গায় অসহনীয় ব্যথা লাগে, বুঝতে হবে— আপনার শরীরে যাদুর গিঁট রয়েছে । যতক্ষণ না উক্ত বাঁধন বা গিঁট খুলতে পারবেন, জ্বীন শয়তানকে বের হতে বাধ্য করতে পারবেন...
Continue reading...ঘুমন্ত ব্যক্তির মাথায় শয়তানের যাদুর গিঁট
প্রত্যেক ঘুমন্ত ব্যক্তির মাথার পিছনের অংশে শয়তান তিন গিট বিশিষ্ট একটি রশি দিয়ে বেঁধে দেয়, “রাতের আরো লম্বা সময় বাকি আছে তুমি ঘুমাও” এই মন্ত্র পড়ে প্রত্যেক গিঁটে ফুঁ দেয় । ব্যক্তি যখন উঠে আল্লাহকে স্মরণ করে (ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া ইত্যাদি পড়ে) তখন তার মাথা থেকে একটি গিঁট খুলে যায়, সে যখন অযূ করে তখন দ্বিতীয় আরেকটি গিঁট খুলে যায়, অতঃপর সে যখন নামাযে দাঁড়ায় তখন তৃতীয় ও সর্বশেষ গিঁটটিও...
Continue reading...