যখমের স্থানে মেহেদী ব্যবহার করা তিব্বে নববী তথা নবী (আ.) থেকে প্রমানিত একটি চিকিৎসা ।
আলী ইবন উবায়দুল্লাহ তাঁর দাদী সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, আর সালমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করতেন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তলোয়ারের বা কাঁটা ইত্যাদি দ্বারা যখমী হয়েছে আমাকে তাতে মেহেদী লাগাতে নির্দেশ দিয়েছেন।
সুনানে তিরমিযী (২০৫৪)