বিচ্ছু বা এই জাতীয় বিষাক্ত পোকামাকড়ের দংশনের রুকইয়াহ

একটি পাত্রে কিছু পানি নিয়ে তাতে কিছুটা লবন মিক্স করতে হবে, সম্ভব হলে বাথ সল্ট মিক্স করতে পারলে বেশি ভালো । অতঃপর আক্রান্ত স্থান উক্ত পানির মধ্যে চুবিয়ে রাখবে বা আক্রান্ত স্থানে উক্ত পানি ঢালতে থাকবে, এবং ব্যাথা, জ্বালাপোড়া বা দংশনের ক্রিয়া দূর না হওয়া পর্যন্ত পূর্ণ বিশ্বাস ও একনিষ্ঠতার সাথে সূরা ইখলাস ও সূরা ফালাক-নাস পাঠ করতে থাকবে ।


খুব শিঘ্রই বিষাক্ত পোকামাকড়ের দংশনের সকল প্রকার কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ।

মুসান্নাফে ইবনে আবি শায়বা
খণ্ড ১২, পৃষ্ঠা ৭৬
চিকিৎসা অধ্যায়, পরিচ্ছেদ-বিচ্ছু দংশনের রুকইয়াহ

error: Content is protected !!