আঃ করিম তার যাকাতের টাকা/সম্পদ যাকাত আদায়ের নিয়তে পৃথক করে রাখে; কিন্তু যাকাত আদায়ের পূর্বেই তা চুরি, হারিয়ে বা অন্যকোন ভাবে নস্ট হয়ে যায় । এমতাবস্থায় কি আঃ করিমের যাকাত আদায় হয়ে যাবে? নাকি তাকে পুনরায় যাকাত আদায় করতে হবে ? : الجواب بإسم ملهم الصواب هو الموفق وإليه الماب : উত্তর : যাকাত আদায় করার নিয়তে যাকাতের টাকা/সম্পদ পৃথক করে রাখার পরে যদি তা চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা অন্যকোন...
Continue reading...যাকাত
যাদেরকে যাকাত দেয়া যাবে এবং যাদেরকে দেয়া যাবেনা
আত্মীয়-স্বজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাদেরকে যাকাত দেওয়াই উত্তম। ভাই, বোন, ভাতিজা, ভাগনে, চাচা, মামা, ফুফু, খালা এবং অন্যান্য আত্মীয়দেরকে যাকাত দেওয়া যাবে। তবে নিজ পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, পরদাদা প্রমুখ ব্যক্তিবর্গ যারা তার জন্মের উৎস তাদেরকে নিজের যাকাত দেওয়া জায়েয নয়। এমনিভাবে নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতিন এবং তাদের অধস্তনকে নিজ সম্পদের যাকাত দেওয়া জায়েয নয়। স্বামী এবং স্ত্রী একে অপরকে যাকাত দেওয়া জায়েয নয়। আত্মীয়দের মধ্যে যাদেরকে যাকাত দেয়া যাবে আপন...
Continue reading...ঋণের যাকাত
যে সকল ঋণ উন্নয়নের জন্য নেওয়া হয় যেমন কারখানা বানানো, কিংবা ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশ্যে বিল্ডিং বানানো অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য নেয়া হয়, যাকাতের হিসাবের সময় এ ধরণের ঋণ ধর্তব্য হবে না। অর্থাৎ এ ধরনের ঋণের কারণে যাকাত কম দেওয়া যাবে না।
Continue reading...