উত্তর : সন্তান জন্ম গ্রহন করার পরে আকীকা দেয়া সুন্নাতে মুআক্কাদা । আকীকার ক্ষেত্রে উত্তম হলো ছেলে সন্তানের পক্ষ থেকে দু’টি ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল জবাই করা । সামর্থ না থাকলে ছেলে সন্তানের পক্ষ খেকে একটি ছাগল জবেহ করলেও হবে । তবে ছাগল ব্যতিত কুরবানী জায়েয হয় এরকম অনন্য পশু দিয়ে আকীকা দেয়াও জায়েয আছে কিন্তু অনুত্তম । এবং কুরবানীর ন্যায় আকীকার ক্ষেত্রেও বড় পশুতে সাত হিস্যার হিসাব...
Continue reading...