আঃ করিম তার যাকাতের টাকা/সম্পদ যাকাত আদায়ের নিয়তে পৃথক করে রাখে; কিন্তু যাকাত আদায়ের পূর্বেই তা চুরি, হারিয়ে বা অন্যকোন ভাবে নস্ট হয়ে যায় । এমতাবস্থায় কি আঃ করিমের যাকাত আদায় হয়ে যাবে? নাকি তাকে পুনরায় যাকাত আদায় করতে হবে ? : الجواب بإسم ملهم الصواب هو الموفق وإليه الماب : উত্তর : যাকাত আদায় করার নিয়তে যাকাতের টাকা/সম্পদ পৃথক করে রাখার পরে যদি তা চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা অন্যকোন...
Continue reading...ফাতওয়া
প্রশ্ন : কুরবানী ব্যতিত অন্য সময় গরু দিয়ে আকীকা দেয়া জায়েয আছে কি? জায়েয থাকলে একটি গরু দিয়ে কয়টি আকীকা দেয়া যাবে?
উত্তর : সন্তান জন্ম গ্রহন করার পরে আকীকা দেয়া সুন্নাতে মুআক্কাদা । আকীকার ক্ষেত্রে উত্তম হলো ছেলে সন্তানের পক্ষ থেকে দু’টি ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল জবাই করা । সামর্থ না থাকলে ছেলে সন্তানের পক্ষ খেকে একটি ছাগল জবেহ করলেও হবে । তবে ছাগল ব্যতিত কুরবানী জায়েয হয় এরকম অনন্য পশু দিয়ে আকীকা দেয়াও জায়েয আছে কিন্তু অনুত্তম । এবং কুরবানীর ন্যায় আকীকার ক্ষেত্রেও বড় পশুতে সাত হিস্যার হিসাব...
Continue reading...প্রশ্ন : জানাযা এবং দাফনের পরে মৃত ব্যক্তির জন্য সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করার হুকুম কি?
উত্তর : জানাযা নামাজের পরে হাত উঠিয়ে সম্মিলিত দোয়া করা শরয়ী কোন দলীল দ্বারা প্রমানিত নয় বিধায় তা বিদআ’ত । : দলীল :ما فى مرقاة المفاتيح شرح مشكوة المصابيح : كتاب الجنائز، باب المشى بالجنازة، تحت رقم الحديث 1687، ج4، ص64، (طبع مكتبة امدادية ملتان) ولا يدعو للميت بعد صلوة الجنازة، لانه يشبه الزيادة فى صلوة الجنازة –وفى البزازية : (على الهندية ج4، ص 80) لايقوم بالدعاء بعد صلوة الجنائز،لانه دعا مرة...
Continue reading...প্রশ্ন : নখ কাটার সুন্নাত তরীকা কি?
উত্তর : নখ কাটার নির্দিস্ট কোন নিয়ম হাদিস শরীফে বর্ণিত নেই । তবে হযরত আয়শা (রা) বর্ণনা করেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুতা পরিধান, চুল আচড়ানো, পবিত্রতা অর্জনসহ সকল কাজে ডান দিক পছন্দ করতেন। (বুখারী) উক্ত হাদিসের আলোকে নখ কাটার ক্ষেত্রেও ডান দিক দিয়ে শুরু করা সুন্নত সাব্যস্ত হয় । অর্থ্যাৎ প্রথমে ডান হাতের নখ ডান দিক দিয়ে (কনিষ্ঠা আঙ্গুলি থেকে) কাটা শুরু করবে । অতঃপর পর্যায়ক্রমে বাম হাতের নখ, ডান...
Continue reading...ঠাট্টা করে তালাক দেয়ার হুকুম
প্রশ্ন : আমার স্ত্রীর সাথে হাসি-তামাশার এক পর্যায়ে তাকে বলে ফেলি “তুমি তালাক” । কিন্তু আমি জানতামনা যে, ঠাট্টা করে তালাক দিলেও তালাক পতিত হয়ে যায় । এমতাবস্থায় কি আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে? : الجواب باسم ملهم الصواب هو الموفق واليه الماب : উত্তর : ফিকহ শাস্ত্রের গ্রহণযোগ্য কিতাবাদি অধ্যয়ন কারার দ্বারা এ কথা প্রতিয়মান হয় যে, ঠাট্টা করে তালাক দিলেও তালাক পতিত হয়ে যায় । সুতরাং প্রশ্নে উল্লেখিত বর্ণনা অনুযায়ী...
Continue reading...