প্রশ্ন : কুরবানী ব্যতিত অন্য সময় গরু দিয়ে আকীকা দেয়া জায়েয আছে কি? জায়েয থাকলে একটি গরু দিয়ে কয়টি আকীকা দেয়া যাবে?

উত্তর : সন্তান জন্ম গ্রহন করার পরে আকীকা দেয়া সুন্নাতে মুআক্কাদা । আকীকার ক্ষেত্রে উত্তম হলো ছেলে সন্তানের পক্ষ থেকে দু’টি ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল জবাই করা । সামর্থ না থাকলে ছেলে সন্তানের পক্ষ খেকে একটি ছাগল জবেহ করলেও হবে । তবে ছাগল ব্যতিত কুরবানী জায়েয হয় এরকম অনন্য পশু দিয়ে আকীকা দেয়াও জায়েয আছে কিন্তু অনুত্তম । এবং কুরবানীর ন্যায় আকীকার ক্ষেত্রেও বড় পশুতে সাত হিস্যার হিসাব প্রযোজ্য হবে । সুতারাং একটি পশু দিয়ে যেমনিভাবে একটি ছেলে/মেয়ে সন্তানের আকীকা দেয়া বৈধ হবে; তেমনিভাবে ছেলের জন্য দু’টি ছাগলের পরিবর্তে বড় পশুর দু’টি অংশ এবং মেয়ের জন্য একটি ছাগলের পরিবর্তে বড় পশুর একটি অংশ আকীকা দিলেও বৈধ হবে । উল্লেখ্য যে, বড় পশু দিয়ে আকীকা দেয়ার ক্ষেত্রে সাত অংশ পূরণ হওয়া জরুরী হয় । অর্থাৎ (উদাহরণ স্বরুপ) একটি ছেলে (দুই অংশ) এবং একটি মেয়ের (এক অংশ) পক্ষ থেকে একটি গরু আকীকা দিলেও তা বৈধ হবে ।
: الدلائل على ما قلنا :

ولو ذبح بدنة أو بقرة عن سبعة اولاد او اشترك فيها جماعة جاز سواء ارادوا كلهم العقيقة أو ارادوا بعضعهم العقيقة وبعضهم اللحم كما سبق فى الأضحية (شرح المهذب) قلت : مذهبنا فى الاضحية بطلانها بإرادة بعض اللحم فليكن كذلك فى العقيقة وأما على قول ائمتنا فلا بأس به لأنهم لايرونها كالأضحية إعلاء السن جـ17 صـ120

وأما الأفضلية فلا شك انها فى الغنم لحديث عائشة المذكور فى المتن إعلاء السن جـ17 صـ 117

روى الطبرانى فى معجمه الكبير (جـ 1صـ ،244 مكتبة ابن تيمية) عن قتادة أن أنس بن مالك كان يعق عن بنيه بالجزور
59إعلاء السنن) ورجاله رجال الصحيح. بحوالة مجمع جـ4، صـ

روى مالك في موطئه أن رسول الله صلى الله عليه وسلم قال: “من ولد له ولد فأحب أن ينسك عن ولده فليفعل

فتاوى محمودية جـ24 صـ 148،149

كفايت المفتى جـ8 صـ240

উত্তর প্রদানে
————————————-
মুফতী মুহাম্মাদ আল-আমীন

আরবী প্রভাষক, বরিশাল রওযাতুল জান্নাত কামিল মাদরাসা, কাজীপাড়া, সিএন্ডবি রোড, বরিশাল ।

ইমাম ও খতীব, মাক্কী জামে মসজিদ, বিসিক শিল্পনগরী, বরিশাল।

প্রাক্তন মুহাদ্দিস, আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম মাহমুদিয়া, ফকিরহাট, বাগেরহাট ।

ইমেইল : muftialamin@yahoo.com

error: Content is protected !!