শিরক

হিন্দুদের পূজা চলাকালীন জ্বীন-যাদুর রোগীদের করণীয়

হিন্দুদের পূজা চলাকালীন জ্বীন-যাদুর রোগীদের করণীয় কী? হিন্দুদের পূজা চলাকালীন জ্বীনদের শক্তি বেড়ে যায় মর্মে বিভিন্নজন যেভাবে অতি ভীতি প্রদর্শন করে যাচ্ছেন— বিষয়টি আদতে অতটাও ভয়ের নয় ।সতর্কতা কাম্য ঠিক, কিন্তু অতি ভীতি মোটেই কাম্য নয় । এতে শয়তানের অহমিকা আরো কয়েকগুণ বেড়ে যাবে । কথিত আছে— হিন্দুদের বারো মাসে তেরো পূজা । তাই পূজার কারণে জ্বীনের শক্তি বৃদ্ধি পেলে, সে সম্ভাবনা সারা বছরই থাকে । শারদীয় দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান,...

Continue reading...

হিতে বিপরীত । স্বামীকে বশ করার অব্যর্থ (!) কবজ (?)

স্বামীকে বশে রাখতে চায়না এমন স্ত্রী দুনিয়া তন্ন-তন্ন করে খুঁজলেও হয়ত পাওয়া যাবেনা । এমনকি আমাদের সম্মানিতা ‘মা’ রসূলুল্লাহ (স) এর পত্মীগণও এক্ষেত্রে আর দশজন মহিলাদের চেয়ে ভিন্ন ছিলেননা । স্বামী মুহাম্মাদ (স) এর একটু বেশি ভালবাসা পাওয়ার জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নিতে; তারাও পিছপা হননি । আর হবেন-ই বা কি করে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা-মানব, সর্বশ্রেষ্ঠ স্বামীর সঙ্গ পেতে কে-ই বা না চায়? বৈধ উপায়ে স্বামীর ভালবাসা অর্জন দোষের তো নয়ই বরং...

Continue reading...

নকশে নাদে আলী – দুয়া নাকি শিরক?

১. হাশরের কঠিন দিনে রহমানুর রহীম আল্লাহ যাকে খুশি তাকে সকল ধরণের গুনাহ মাফ করবেন একমাত্র শিরকের গুনাহ ব্যতিত । (ভাবার্থ – সূরা নিসা, ৪৮) ২. স্বাধীন দেশে স্বাধীন মুসলমানদের জন্য শরীয়তের কোন বিষয় ‘জিহালাত’ ( অজ্ঞতা) ওযর হিসেবে বিবেচ্য নয় । সুতরাং শিরক করার পরে “জানতাম না” টাইপের কথা গ্রহণযোগ্য হবেনা । ৩. নিচের ছবিতে যে তাবিজের নকশাটি দেখা যাচ্ছে এটি “নকশে নাদে আলী” নামে পরিচিত শিরকে ভরপূর একটি নকশা ।...

Continue reading...
error: Content is protected !!